মরা মুরগী কান্ডে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক মূল অভিযুক্ত কওসার - World News 24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

The Latest US and World News - USATODAY

World News - The New York Times

BBC News

CNN News

Friday, May 25, 2018

মরা মুরগী কান্ডে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক মূল অভিযুক্ত কওসার

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: মরা মুরগী কান্ডে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক মূল অভিযুক্ত কওসার আলি ঢালি। তাকে বুধবার রাতে হাসনাবাদের মোহনপুর ঢোল টোকারী এলাকায় তার এক আত্মীয় রোহুল আমিন মন্ডলের বাড়ি থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কওসার মাস খানেক ধরে তার বিভিন্ন পরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং পুলিশের হাতে যাতে সে ধরা না পরে তাই একটি ডেরায় বেশী দিন সে থাকছিল না। এর মধ্যে সে যোগাযোগ রাখছিল বাংলাদেশ সীমান্তের মানুষ পার করানো দালাল চক্রের সঙ্গে।
কয়েক দিন আগে সে খবর পায় তার দেড় বছরের কন্যা সন্তানের শারীরিক সমস্যা হয়েছে। তাই তাকে নিয়ে কওসর উদ্বিগ্ন হয়ে পরে। কওসার এর পর স্ত্রী ও কন্যাকে নিয়ে বাংলাদেশ পালানোর ছক করে। ইতি মধ্যেই পুলিশ তার মোবাইলের একটি টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাকে বুধবার গ্রেফতার করে।
ধৃতের বিরুদ্ধে ২৭২,২৭৩,৫১ ফুড সেফটি এক্টে মমলা করা হয়। তাকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক আসামী ও সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
পুলিশ এখন তদন্ত করে দেখছে কওসার মরা মুরগীর মাংস বিক্রি করত কাদের।
সূত্রের খবর পুলিশের হাতে এসেছে একটি রেজিস্ট্রার খাতা, যাতে কলকাতা ও শহরতলির বিভিন্ন রেস্তোরাঁ ও বিপণীর নাম রয়েছে। তদন্তের জন্য এই সমস্ত রেস্তোঁরা ও বিপনীর কর্মকর্তাদেরও ডাকা হবে বলে জানা গিয়েছে।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2LsjRFb

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here