কংগ্রেস কর্মীদের উপর চাঁদার জুলুম ও সন্ত্রাসের প্রতিবাদে পুলিশ সুপারকে স্মারকলিপি - World News 24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

The Latest US and World News - USATODAY

World News - The New York Times

BBC News

CNN News

Friday, May 25, 2018

কংগ্রেস কর্মীদের উপর চাঁদার জুলুম ও সন্ত্রাসের প্রতিবাদে পুলিশ সুপারকে স্মারকলিপি

মনিরুল হক, কোচবিহারঃ শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে স্মারকলিপি দিল কোচবিহার লোকসভা যুব কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। যুব কংগ্রেসের নেতা কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর শাসক দলের দ্বারা বিরোধীদের উপর সন্ত্রাস ও ভীতি প্রদর্শন চলছে। কংগ্রেস কর্মীদেরও হুমকি দেওয়া হচ্ছে। কর্মীদের নানা ভাবে অত্যাচার করা হচ্ছে। আরও অভিযোগ, বুধবার রাত ১০ টা নাগাদ কোচবিহার ১ নং ব্লকের পিলখানা পাটাকুড়া এলাকায় কংগ্রেস কর্মী সজল কর যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতি তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এরপর দুষ্কৃতিরা শাসক দলের নাম করে অন্যায় ভাবে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ওই কংগ্রেস কর্মী এলাকায় বসবাস করতে পারবে না বলেও দুষ্কৃতিরা হুমকি দেয় বলে অভিযোগ। সারা জেলায় বিক্ষিপ্ত ভাবে কংগ্রেস কর্মীদের উপর এমন অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। এদিন পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে এই সব বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় যুব কংগ্রেস নেতা কর্মীরা।
যুব কংগ্রেসের নেতা পার্থ প্রতীম ঈশোর বলেন, “পঞ্চায়েত নির্বাচনের পরেও আমাদের কর্মীদের উপর আক্রমণ ও চাঁদার জুলুম চলছে। তারই প্রতিবাদে আজ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে। গতকাল রাতে আনুমানিক ১০ টা নাগাদ পিলখানা বাজার এলাকায় আমাদের এক কর্মী বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতি তাকে পথ আটকে প্রথমে গালিগালাজ করে এবং ৫ হাজার টাকা চাঁদা ধরে। টাকা না দিলে তাকে এলাকায় থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই কর্মী পঞ্চায়েত নির্বাচনে আমাদের পোলিং এজেন্ট ছিলেন।”



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2xbmN5H

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here