কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: পাশাপাশি দুই বাড়ির দুই রান্নাঘর। এই বাড়ির রান্নাঘরে রান্না করলে ও বাড়ির রান্নাঘর থেকে দেখতে পাওয়া যায়। আর ও খেলে এ বাড়ির লোকজন দেখতে পায়। তবুও মিল ছিল না দুই প্রতিবেশীর মধ্যে। থুথু দিয়ে উত্ত্যক্ত করা হত। তার প্রতিবাদ করায় রক্তারক্তি হাওড়া নাজিরগঞ্জ থানা এলাকার পোদড়া চুনাভাটি এলাকার পাশাপাশি দুই পরিবারের ঘটনা।
প্রতিবেশী দেবকুমার অধিকারীর রান্নাঘর লক্ষ করে প্রায় প্রতিদিন থুথু ছুড়বার অভিযোগ উঠেছে আর এক প্রতিবেশী বিশ্বজিত-এর দিকে। এই ঘটনাটির প্রতিবাদ করায় প্রতিবাদীর উপর অস্ত্র দিয়ে মারধোর করবার অভিযোগ উঠল। অভিযুক্ত বিশ্বজিত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ। অস্ত্রের আঘাতে রক্তাক্ত দেবকুমারকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুত্র ও স্থানীয় সূত্রে খবর, পাশাপাশি বাড়ি দেবকুমার ও বিশ্বজিত-এর। দু বাড়ির রান্নাঘরও পাশাপাশি। অভিযুক্ত বিশ্বজিত প্রায় প্রতিদিন থুথু ফেলত। সেই থুথু গিয়ে পড়ত প্রতিবেশী দেবকুমারবাবুর রান্নাঘরের খাবারের ওপর। বারেবারে বারন করলেও একথা কানে তোলে না বিশ্বজিত। এদিনও অভিযুক্ত বিশ্বজিত একি ঘটনা ঘটালে প্রতিবাদ করেন দেবকুমারবাবুর স্ত্রী। তা শুনে বেজায় খাপ্পা হয়ে যায় বিশ্বজিত। ছুটে যায় দেবকুমারবাবুর বাড়িতে। ওই সময় ধারাল অস্ত্র দিয়ে দেবকুমারের শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন বিশ্বজিত বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় দেবকুমার কে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
দেবকুমারবাবুর পরিবারের পক্ষ থেকে এই ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিশ্বজিতকে।
দেখুন সেই ভিডিও:
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2IKuktB
No comments:
Post a Comment