পশ্চিম মেদিনীপুর:- শনিবার ভোর রাতে ডেবরার রাধামোহনপুর ১১/২ নং অঞ্চলের নিজপপন এলাকায় একটি মন্দির চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে। মাত্র ২০ দিন পর ওই মনসা মন্দিরে প্রতি বছরের ন্যায় পুজো হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে এই চুরির ঘটনায় এলাকার মানুষরা আতংকিত হয়ে পড়েছে। চুরি হয়েছে মায়ের মুকুট সহ অনান্য গহনা সামগ্রী। প্রনামী বাক্স ভেংগে লুঠ করা হয়েছে টাকাও। এলাকাবাসীরা জানান শনিবার ভোররাতে মন্দির থেকে কিছুটা দূরে প্রনামী বাক্সের কাচ ভাংগা অবস্থায় দেখতে পায়। তারপর মন্দিরে এসে দেখে তালা ভাংগা এবং মন্দিরের যাবতীয় জিনিস চুরি হয়েছে। ঘটনাস্থলে ডেবরা সি আই মিহির দে এবং পুলিশ বাহিনী এসে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আনুমানিক কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ও নগদ টাকা চুরি গেছে বলে অভিযোগ।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2sf4aIv
No comments:
Post a Comment