পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্টেশন রোড এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের ব্যানার ছেড়া এবং বোমাবাজি করার অভিযোগ উঠলো শাষক দলের বিরুদ্ধে। শুক্রবার রাতে বেশ কিছু লোক দলীয় কার্যালয়ের সামনে এসে অমিত শাহ ও দিলীপ ঘোষের ব্যানার ছিড়ে ফেলে। খুলে দেওয়া হয় বিজেপির পতাকা। এমনকি পার্টি অফিসের সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আজ সকালে দলীয় কর্মীরা এসে এই ঘটনা দেখে। তাদের অভিযোগ শাষক দল আশ্রিত কিছু দুস্কৃতি এই ঘটনা ঘটিয়েছে। ডেবরা থানায় অভিযোগ করবে বিজেপি কর্মীরা। অপরদিকে বেশ কিছু বাড়ী ভাংচুর করতে পারে তৃনমুলের কর্মিরা এমনটা আশংকা করছে বিজেপির কর্মীরা।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2kssCmo
No comments:
Post a Comment