মহম্মদ আজাহার উদ্দিন, বীরভূম : ঘড়ির কাঁটায় সবে সকাল ১০ টা সিউড়ী থেকে ৭ কিলোমিটার দুরে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম গাংটেতে শুরু হয়ে গেছে পাত্রপাত্রী এবং তাদের আত্মীয়-কুটুম্বদের আনাগোনা। গ্রামের মানুষও তাই সাজগোজ করে তৈরি। কারন আজ তাদের গ্রামে ১০ যুগলের বিবাহ হবে অর্থাৎ গনবিবাহ । এদিন ১০ যুগল হাতে হাত রেখে শুরু করল আগামী জীবনের পথচলা। ওই দশ যুগলকে বিয়ের দানস্বরুপ হিসাবে দেওয়া হয়েছে খাট, আলমারি, সাইকেল সহ বিভিন্ন ব্যবহৃত আসবাবপত্র। রোটারি ক্লাব অফ ক্যালকাটার সৌজন্যে অনুষ্ঠানটি হয় । বিয়ের পিড়িতে বসা ওই দশযুগল বিভিন্ন ধর্মাবলম্বী । যে যার ধর্মের রীতি মেনেই বিয়ে করল । অনুষ্ঠান মাঠে উপস্থিত ছিলেন কাজী সাহেব, পুরোহিত, নাইকি হাড়ামরা । ছাতনাতলায় যেমন বসল প্রদীপ দাস-বাসন্তী দাস তেমনি ওই একই আলমতলায় বসল রসিক পটুয়া-পিংকী খাতুন আবার ওই মান্ডয়াতেই বিবাহবন্ধনে আবদ্ধ হল সুখোদী মুর্মু-সুনিল টুডুরা । সংগঠনের এক কর্মকর্তার কথায় সমাজের বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্নের মানুষের মিলন হল এই উৎসবের মাধ্যমে বেশিরভাগই গরীব পরিবারের। কারোর বাবা নেই তো কারোর মা লোকের বাড়ি কাজ করে দিনযাপন করেন এই সমস্ত পরিবারের নিজেদের দেখা পাত্রপাত্রীদের সঙ্গে বিয়ে দেওয়া হল । সমাজের সকল স্তরের মানুষ এই সাধু উদ্যোগকে আমন্ত্রন জানিয়েছেন ।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2HzNqWW
No comments:
Post a Comment