দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব সোমসিন্ধু - World News 24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

The Latest US and World News - USATODAY

World News - The New York Times

BBC News

CNN News

Sunday, April 29, 2018

দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব সোমসিন্ধু

পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ জেলার গর্ব সোমসিন্ধু দত্তকে নিয়ে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। বালুরঘাটের রবীন্দ্রনগর এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র সোমসিন্ধু দত্ত-র ঝুলিতে ইতিমধ্যেই ঢুকে গেছে সুতোকান ক্যারাটে-র বেশ কয়েকটি রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগীতায় প্রথম স্থানাধিকারীর গোল্ড মেডেল। পরিবারের এক সদস্যের প্রয়াণের কারনে ২০১৫ সালে কমনওয়েলথ গেমস-এ অংশগ্রহণ করা না হলেও ২০১৯ সালে ব্যাংকক-এ অনুষ্ঠিত হতে চলা
কমনওয়েলথ গেমসকে পাখির চোখ করে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে সোমসিন্ধু। সোমসিন্ধু-র প্রশিক্ষক শংকর কুমার মন্ডল আশাবাদী তার ছাত্রের ভবিষ্যৎ সাফল্যের বিষয়ে। সোমসিন্ধু-র প্রশিক্ষক শংকর কুমার মন্ডল বলেন সোমসিন্ধু এবং সোমসিন্ধু-র বাবার এই প্রচেষ্টা যদি ভবিষ্যৎ-এও থাকে তাহলে ভবিষ্যৎ-এ সোমসিন্ধু আন্তর্জাতিক পর্যায়ে পৌছে যাবে। সুতরাং বালুরঘাটের ঘরের ছেলে সোমসিন্ধু-র দেশের হয়ে কমনওয়েলথ গেমস-এ স্বর্ণপদক জেতার বিষয়ে স্বর্ণালী স্বপ্নে বিভোর হয়ে অধীর অপেক্ষারত দক্ষিণ দিনাজপুর জেলাবাসী।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2r8OHcB

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here