সৈকত গাঙ্গুলী,ব্যারাকপুর: বরানগর থানায় চলতি মাসের ১১ তারিখ এটিএম এ টাকা রিফিলিং করা এক সংস্থা তাদের সংস্থারই চার কর্মীর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের করে।
অভিযোগ জানান হয়, রেজ্জাক মোল্লা, কুয়ার সিং,সৌরভ মুখার্জী ও তন্ময় বিশ্বাস কে ৬৫ লক্ষ টাকা দিয়ে এটিএম এ টাকা ভরার জন্য পাঠানো হয়। কিন্তু পাঠানোর কিছু সময় পর তারা সংস্থার অফিসে ফোন করে জানায় গাড়িতে ৬৫ লক্ষ নয় ৪৫ লক্ষ টাকা রয়েছে। এর পরই সংস্থার তরফে অভিযোগ জানান হয় এই কর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে বরানগর থানার পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হলে বিচারক ধৃত চার জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2xaGWsL
No comments:
Post a Comment