একাধিক ইনজেকশন দেওয়ায় অভিযোগ, শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা দিনহাটা হাসপাতালে - World News 24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

The Latest US and World News - USATODAY

World News - The New York Times

BBC News

CNN News

Saturday, May 26, 2018

একাধিক ইনজেকশন দেওয়ায় অভিযোগ, শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা দিনহাটা হাসপাতালে

মনিরুল হক, স্টিং নিউজ, কোচবিহার: প্রাইভেটে ডাক্তার না দেখানোর খেসারত দিতে হল দুধের শিশুকে ! মেজাজ হারিয়ে অসুস্থ শিশুকে একাধিক ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। তার জেরেই ১০ মিনিটের মধ্যে অসুস্থ শিশুর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল দিনহাটা সদর মহকুমা হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যার বয়স ১৫ মাস। এদিন শিশু কন্যার মৃত্যুর পরেই তার পরিবার ও আত্মীয় স্বজন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেন। শিশু কন্যার মৃত্যুতে ভেঙে পরেছেন তার মা। কয়েকবার মূর্ছা গিয়েছেন তিনি। মানসিক ভাবেও তিনি বিপর্যস্ত হয়ে পরেছেন।

শিশু কন্যার পিতা পিন্টু দত্তের অভিযোগ, শ্বাস কষ্ট জনিত সমস্যার কারণে মেয়েকে দিনহাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব ব্যানার্জি মেয়েকে একাধিক ইনজেকশন দেয়। তারপরেই তার মেয়ে মৃত্যুর মুখে ঢলে পরে। শিশুর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে ওই শিশুর পরিবারের লোকজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা নাগাদ দিনহাটা শহরের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা পিন্টু দত্তের ১৫ মাসের শিশু কন্যা অসুস্থ হয়ে পরে। শিশুর পিতা পিন্টু দত্তে দাবি, তার মেয়ের শ্বাস কষ্ট হওয়ায় তিনি দিনহাটা সদর হাসপাতালে নিয়ে যান।

তার অভিযোগ, সেই সময় হাসপাতালে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব ব্যানার্জি মেয়ের সমস্যার কথা সবিস্তারে বলতে গেলে ওই চিকিৎসক রেগে যান। মেজাজ হারিয়ে ফেলেন ওই চিকিৎসক। তাকে প্রাইভেটে দেখায়নি কেন সেই কথাও ওই চিকিৎসক বলেন বলে অভিযোগ।

পিন্টুবাবুর আরও অভিযোগ, এরপরেই ওই চিকিৎসক তাকে কিছু ওষুধ আনতে বলেন এবং উত্তেজিত হয়ে পরেন। তিনি দোকান থেকে ওষুধ নিয়ে এসে জানতে পান ওই চিকিতসিক তার মেয়েকে পাঁচটি ইনজেকশন দিয়েছেন।

এরপর তার সামনেও মেয়েকে ওই চিকিৎসক আরও একটি ইনজেকশন দেওয়ার পরই সব শেষ হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তার মেয়ের মৃত্যু হয় বলে অভিযোগ পিন্টু বাবুর। ঘটনার পরই ওই চিকিৎসক হাসপাতাল ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ।

শিশু পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পরেন। হাসপাতাল নার্স-কর্মীদের সঙ্গে শিশু পরিবারের ধস্তাধস্তি হয় বলে জানা গিয়েছে। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন।

যদিও ওই অভিযোগের পরিপেক্ষিতে ডাঃ বিপ্লব ব্যানার্জি বলেন, “ওই শিশুর পরিবারের সাথে কোন রকম অভাব্য আচরণ করা হয়নি। চিকিৎসার পদ্ধতি মেনে ওই শিশুর চিকিৎসা করা হয়েছে।”



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2kvCGuV

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here