বিশ্বজিৎ মন্ডল,স্টিং নিউজ করেসপনডেন্ট,মালদাঃ আম বাগান থেকে বাড়ি ফেরার পথে বাজ পরে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ইংরেজ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহজমাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ার নাম রুক্কিনী মন্ডল(৭৩)। বাড়ি মহজমাপুর গ্রামে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শুরু হয় ঝর বৃষ্টি তার সাথে বজ্রপাত। মৃতের ছেলে এবং ভাইপোর অভিযোগ, আম বাগান থেকে বাড়ি ফিরছিলেন রুক্কিনী মন্ডল সেই সময় বাজ পরে আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখানে ঘন্টাখানেক চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। তবে কি কারনে মৃত্যু তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2vU195B
No comments:
Post a Comment